প্রাচীনকাল থেকে সৌন্দর্য বাড়াতে মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে। এই মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। এটি জাদুর মাটি নামেও পরিচিত অনেক জায়গায় অনেকের কাছে। মুলতানি মাটির ব্যবহার ত্বককে উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ত্বকের যত্নের পাশাপাশি এটি চুলের যত্নেও সমানভাবে কার্যকরী। এই মাটির ব্যবহারে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে। এতে শক্তিশালী ক্লিঞ্জিং, ব্লিচিং ও তেল শোষণকারী উপাদান থাকে যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে।
বাসায় বসেও সৌন্দর্যচর্চা ও রূপচর্চার জন্য মুলতানি মাটির জুড়ি নেই। এটি ত্বকের মৃতকোষ তুলে ফেলতে সহায়তা করে, উত্তম এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ব্রণ দূর করে এবং শুষ্ক ত্বকের মসৃণতাও বৃদ্ধি করে।
মুলতানি মাটির আরো অনেক গুণাগুণ ও ব্যবহার করার উপায় –
১) এক্সফোলিয়েট
এক্সফোলিয়েটর হিসেবে মুলতানি মাটি বেশ উপকারী এবং কার্যকরি। এটি ব্যবহার করতে এক টেবিল চামচ মুলতানি মাটি এবং এক টেবিল চামচ গোলাপ জল লাগবে। মুলতানি মাটি ও গোলাপজল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্রথমে ভালো করে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। পেস্টটি চোখের চারপাশে বাদে পুরো মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। এভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে দুই তিনবার ম্যাসাজ করলে ভালো ফলাফল পাবেন।
২) অতিরিক্ত তৈলাক্ততা রোধ
মুলতানি মাটি শুধু যে ত্বক উজ্জ্বল করে তা নয়, তৈলাক্ত ত্বককে অতিরিক্ত তেল উৎপন্ন হওয়া থেকে বাঁচায়। ত্বকে অতিরিক্ত তেল উৎপন্ন হলে ত্বকের সৌন্দর্য ম্লান হয়ে যায়, ব্রণ সৃষ্টি হয়। সঠিক উপায়ে মুলতানি মাটির ব্যবহার করলে তৈলাক্ততা রোধ করা সম্ভব।
প্যাকটি তৈরির জন্য প্রয়োজন এক টেবিল চামচ মুলতানি মাটি, দেড় চা চামচ গোলাপজল দুটো উপাদান একত্রে মিশিয়ে মুখে লাগান। তবে লক্ষ্য রাখবেন, চোখের চারপাশে যেন না লাগে। কেননা চোখের চারপাশের ত্বক খুব নরম।প্যাকটি লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তোয়ালে ভিজিয়ে প্যাক তুলে ফেলুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। প্রতি সপ্তাহে এক দুই বার এটি ব্যবহার করবেন। ভালো ফল পাবেন।
৩) শুষ্ক ত্বকের জন্য
মুলতানি মাটি শুষ্ক ত্বকের জন্য উপকারী। অতিরিক্ত শুষ্ক ত্বকের সমাধানের জন্য একটি প্যাক ব্যবহার করতে হবে। এই ফেসপ্যাক তৈরির জন্য এক টেবিল চামচ মুলতানি মাটি, পরিমাণমতো দই লাগবে। একটি পাত্রে দই, মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চোখের চারপাশ ব্যতীত পুরো মুখে লাগান। পনেরো মিনিট অপেক্ষা করে ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে, কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দুইবার ব্যবহার করলে মনের মতো ফলাফল পাবেন।
অথবা
তিনটি কাজু বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো পিষে নিন। এর সঙ্গে সামান্য মুলতানি মাটি ও সামান্য পরিমাণ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর ব্যবহার করুন। শুষ্ক ও নিস্তেজ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এই প্যাকটি।
৪) ব্রণ দূরীকরণ
আবহাওয়া, ধুলোবালি ইত্যাদির কারণে নারী -পুরুষ সকলের ব্রণ হয়। ব্রণ থেকে বাঁচতে কোনো বাড়তি খরচ ছাড়া ঘরে বসে মুলতানি মাটির ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বকের তৈলাক্ততা অপসারণ করে। যার ফলে ত্বক সুস্থ থাকে। ব্রণ দূর করতে হলে এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চামুচ নিম পাতার গুঁড়া, দুই চা চামচ গোলাপ জল, চার পাঁচ ফোঁটা লেবুর রস এসব উপাদানের মিশ্রণে প্যাকটি প্রস্তুত করে নিন। ভালো করে পুরো মুখ ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে প্যাক লাগান। চোখ ব্যতীত সারা মুখে প্যাক লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে ভেজা তোয়ালে দিয়ে প্যাকটি হালকা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।
৫) দাগ দূরীকরণ
একটি ছোট পাকা টমেটোর সঙ্গে দুই টেবিল চামচ মুলতানি মাটি ও এক টেবিল চামচ বেসন ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেসন ত্বক পরিষ্কার করে এবং ত্বকের উপরিভাগের লুকানো ময়লা বের করে। টমেটো ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
৬) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
যদি ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়াতে চান, তাহলে মুলতানি মাটি ব্যবহার করুন। সৌন্দর্য বর্ধনে এমাটির তুলনা হয়না এটি যে শুধু ত্বকের মরাকোষ তুলতে সাহায্য করবে তা নয়, ত্বকের মসৃণতা বৃদ্ধির পাশাপাশি ত্বক উজ্জ্বল করবে।
একটি পাত্রে এক টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ টমেটোর রস, এক চা চামচ চন্দনের গুঁড়া, এক চতুর্থাংশ হলুদের গুঁড়া এই সবগুলো উপাদান একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর পেস্টটি পুরো মুখে লাগান। ইচ্ছে হলে গলায়ও লাগাতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, চোখের চারপাশে যেন পেস্ট না লাগে। পুরো প্যাক লাগিয়ে পনেরো বিশ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে তোয়ালে ভিজিয়ে আলতো করে মুছে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দুই বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
এছাড়াও অনেকেরই একটা কমন সমস্যা হল যে হাত পায়ের রঙ মুখের রঙ থেকে কালো হয়। এই সমস্যা সমাধানে পরিমাণ মত মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি হাত পায়ে ভালো মত লাগিয়ে ২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে।
৭) বার্ধক্যের ছাপ রোধ
ত্বককে বার্ধক্যেরর ছাপ থেকে রক্ষা করতে একটি পরিষ্কার পাত্রে দুই চামুচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ টক দই, একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামুচ কর্ণফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ভালোভাবে পরিষ্কার করে এই মিশ্রণটি দুই স্তরে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহারে ত্বক টানটান করে স্কিন টোন সমান করতেও সহযোগীতা করে।
সৌজন্যে স্কিনকেয়ার শপ
১০০% অথেনটিক বিউটি প্রডাক্টের বিশাল কালেকশন পাচ্ছেন স্কিনকেয়ার শপে । সবচেয়ে সুলভমূল্যে, দ্রুততম সময়ে ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন।
All Products Are Directly Imported from USA, UK, Canada, France, Germany, Italy and Korea Mainly.
আপনি খুব সহজেই SKINCARE SHOP-এর ওয়েইট অথবা পেইজে ইনবক্স এর মাধ্যমে অর্ডার করতে পারবেন।
🛒ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুনঃ https://skincareshop.com.bd/
📲Hotline: +8801842040239, +8801742439382 (Call for Home Delivery)