ঘন ঘন হাত ধুয়ার কারণে কি আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে? কিছুক্ষন পর পর হাত ধুয়া এবং স্যানিটাইজার ও গ্লাভস ব্যবহারের কারণে হাতের স্কিন ড্রাই, রুক্ষ এবং ফেটে যায়। চলুন জেনে নেই ড্রাই হ্যান্ড দূর করার কিছু পদ্ধতি সম্পর্কেঃ
অ্যালোভেরার গুণের কথা সবারই জানা। এতে আছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান যা ড্রাই, রাফ এবং ক্র্যাকড হাতের জন্য প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে। ড্রাই হ্যান্ডের সমস্যা সমাধানে গোসলের পরপরই অ্যালোভেরা জেল ব্যবহার করুন, এটি ময়েশ্চার লক করতে সাহায্য করবে। পর্যাপ্ত অ্যালোভেরা জেল নিয়ে আপনার হাতে ব্যবহার করুন।
ত্বকের শুষ্কতা দূর করার আরেকটি উপায় হচ্ছে ওটমিল ব্যবহার। একটি বড় গামলায় কুসুম গরম পানি নিন। এবার তাতে ১-২ কাপ ওটমিল ফ্লাওয়ার এবং দুধ মিশিয়ে ভালোভাবে মিক্স করুন। এবার এই মিক্সারে ১৫ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে গেলে লোশন ব্যবহার করুন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার হাতে ভালো করে নারিকেল তেল মেখে নিন। এটি ওভারনাইট আপনার ড্রাই হ্যান্ডকে ট্রিট করতে সাহায্য করবে। তেলটি আপনার স্কিনে ভালোভাবে কাজ করার এক জোড়া কটন গ্লাভস ব্যবহার করুন এবং এভাবে সারারাত রেখে দিন।
এই পদ্ধতিগুলোর পাশাপাশি অবশ্যই হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। হ্যান্ড ক্রিম দিয়ে আপনার হাত ভালোভাবে মাসাজ করুন। এরপর আবার ব্যবহার করুন এবং হাতে ল্যাটেক্স গ্লাভস পরে ৩০ মিনিট রেখে দিন।
Copyright © 2021 SKINCARE SHOP - Developed By SKINCARE SHOP.
Copyright © 2021 SKINCARE SHOP - Developed By SKINCARE SHOP.