টিনেজারদের মধ্যে বেশীরভাগ সময়ই যে কনফিউশনটি দেখা যায় তা হলো, অনেকেই বুঝে উঠতে পারেনা কোন প্রোডাক্টটি তাদের স্কিনের জন্য ব্যবহার করা উচিৎ, আর কোনটি ব্যবহার করা উচিৎ নয়। স্কিনের ধরন অনুযায়ী একেক টিনেজার একেক রকম সমস্যার সম্মুখীন হয়। তাদের মধ্যে একনি (Acne), ব্রেক আউটস (Break out) এগুলো কমপ্লেইন লিস্টের একদম শুরুতেই থাকে। এসকল সমস্যার সল্যুশন হিসেবে স্কিন প্রপারলি ক্লিন করার প্রয়োজনীয়তা সবার আগে। আর স্কিন প্রপারলি ক্লিন করার জন্য টিনেজার স্কিন কেয়ারে সঠিক ফেইসওয়াশটি সিলেক্ট করতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকে আমরা জেনে নিব, স্কিনের ধরন অনুযায়ী টিনেজারদের জন্য সেরা ৬টি ফেইসওয়াশ নিয়ে। চলুন আর দেরী না করে ফেইসওয়াশগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
টিনেজার স্কিন টাইপ:
অনেক টিনেজার শুরুতেই বুঝে উঠতে পারেনা তাদের স্কিন টাইপ কেমন। কিন্তু যেকোন প্রোডাক্ট কেনার আগেই প্রথমে বুঝতে হবে আমাদের স্কিনের ধরন কেমন। স্কিন টাইপের তারতম্যের কারণেই সব প্রোডাক্টস সবাইকে স্যুট করেনা। স্কিনের টাইপ অনেক রকম হয়ে থাকে। তবে মূলত নরমাল স্কিন, ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের অধিকারীই বেশি দেখা যায়।
কীভাবে বুঝবেন আপনার স্কিন টাইপ কোনটি?
নরমাল স্কিন:
সকাল বেলা ঘুম থেকে উঠে মুখের স্কিনে হাত বুলিয়ে দেখুন। যদি আপনার স্কিন সফট ফিল হয়, ব্লেমিশ বা প্যাচ না থাকে এবং স্কিনে অয়েল ব্যালেন্সড থাকে, তবে আপনার নরমাল স্কিন।
অয়েলি স্কিন:
যদি স্কিনটি তৈলাক্ত ফিল হয়, পিম্পল, ব্রেক আউটস, পোরস ইত্যাদি থাকে, তবে আপনার স্কিন টাইপ অয়েলি। এখন আমরা জেনে নিব, স্কিনের এই ধরন বুঝে কোন ফেইসওয়াশটি আপনি সিলেক্ট করতে পারবেন অনায়াসেই।
ড্রাই স্কিন:
আর যদি স্কিন স্মুদ ফিল না হয়, ড্রাই প্যাচ বা ডাল ফিল হয় তবে, আপনার স্কিন টাইপ ড্রাই বুঝে নিতে হবে।
নরমাল স্কিনের জন্যে বেস্ট ২টি ফেইস ওয়াশ
আপনার স্কিন যদি নরমাল হয়, তবে বাজেটের মধ্যে যে দুইটি ফেইস ওয়াশ আপনি নিশ্চিন্তে সিলেক্ট করতে পারেন তা হলো-
(১) অ্যারোমা ম্যাজিক ফেইসওয়াশ (Aroma Magic face wash activated bamboo charcoal)
(২) কজারেক্স জেল ক্লিনজার (COSRX Low Ph Good Morning Gel Cleanser)
অ্যারোমা ম্যাজিক ফেইসওয়াশের বেনিফিটসগুলো কী?
- স্কিনের নতুন সেল তৈরিতে সাহায্য করবে।
- স্কিনের রক্ত সঞ্চালন বাড়ায়।
- ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে ত্বককে সুরক্ষা দেয়।
- স্কিনকে ব্রাইট করতে হেল্প করে।
- ত্বককে সতেজ করে তুলে এবং পোরস রিলেটেড সমস্যা কমিয়ে আনে।
কজারেক্স জেল ক্লিনজারের বেনিফিটসগুলো কী?
- স্কিনের নতুন সেল তৈরিতে সাহায্য করবে।
- স্কিনের রক্ত সঞ্চালন বাড়ায়।
- ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে ত্বককে সুরক্ষা দেয়।
- স্কিনকে ব্রাইট করতে হেল্প করে।
- ত্বককে সতেজ করে তুলে এবং পোরস রিলেটেড সমস্যা কমিয়ে আনে।
ড্রাই স্কিনের জন্য বেস্ট ২টি ফেইসওয়াশ
জারে ড্রাই স্কিনের জন্য প্রোডাক্টতো এমনিতেই কম। আপনার স্কিন যদি ড্রাই হয় তবে মাইল্ড একটি ফেইসওয়াশ ব্যবহার করবেন। স্কিনে অতিরিক্ত স্ক্রাবিং করবেন না এবং গরম পানিতে গোসল কম করলেই ভাল। ড্রাই স্কিনের জন্যে বাজেটের মধ্যে যে ফেইসওয়াশ দুটি হতে পারে বেস্ট চয়েজ তা হোল:
(১) লাইলাক ব্রাইটেনিং ফেইসওয়াশ (LILAC Brightening Face Wash Dry And Sensitive Skin)
(২) দ্য বডি শপ ভিটামিন ই ফেসিয়াল ওয়াশ (The Body Shop Vitamin E Gentle Facial Wash)
বডি শপ ভিটামিন ই ফেসিয়াল ওয়াশের বেনিফিটসগুলো কী?
- এটি একটি নন ড্রাইয়িং ফেসিয়াল ওয়াশ
- ভিটামিন ই এবং হাইড্রেটিং টোনারের মিক্সচারে তৈরি।
- অল টাইপ স্কিনের জন্যে ব্যবহার উপযোগী। তবে ড্রাই স্কিনের জন্যে বিশেষ ভাবে কার্যকরী।
- ত্বকের ময়েশ্চার ধরে রাখে।
- স্কিনকে প্রপারলি ক্লিন করে।
- স্কিনকে হেলথি এবং রিফ্রেশ রাখে।
অয়েলি স্কিনের জন্য বেস্ট ২টি ফেইসওয়াশ
তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! কেন স্কিন তেলতেলে হয়, কোন কোন ইনগ্রিডিয়েন্টস আপনার ত্বকের জন্য ভালো, কীভাবে যত্ন নিলে স্কিন প্রবলেমগুলো কমিয়ে আনা যায়, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। অয়েলি স্কিন হলে, দিনে ২ বার মুখটা ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করা মাস্ট। টিনেজারদের জন্যে বাজেটের মধ্যে যেই দুটি ফেইসওয়াশ হতে পারে আপনার জন্যে রাইট চয়েজ তা হোল:
(১) রাজকন্যা একনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ (Rajkonna Acne Fighting Facial Wash With Jojoba Beads)
(২) দ্য বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ (The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash)
বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশের বেনিফিটসগুলো কী?
- অয়েলি স্কিনের পাশাপাশি যাদের কম্বিনেশন বা সেনসিটিভ স্কিন তারাও এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে।
- দাম অনুযায়ী এর পরিমাণ যথেষ্ট থাকে।
- ব্রণের সমস্যা সমাধানে দারুণভাবে কাজ করে।
- ফেইসকে অতিরিক্ত ড্রাই করেনা।
- ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে।
- অল্প নিলেই যথেষ্ট, খুব বেশি পরিমাণে লাগেনা।
- ট্র্যাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট।
- মেন্থল বেজড এবং টি ট্রির সুন্দর একটি স্মেল পাওয়া যায়।
যেকোন প্রোডাক্ট কেনার আগেই আমাদের মাথায় যে কমন প্রশ্নটি ঘুরতে থাকে তা হোল, কেনার পর প্রোডাক্টটি আমার স্কিনে স্যুট করবেতো? টিনেজারদের বেলায় এই কনসার্ন আরও বেশি কাজ করে। আশা করছি স্কিনটাইপ বুঝে যে টিনেজাররা নিজেদের জন্যে সাধ্যের মধ্যে পারফেক্ট একটি ফেইসওয়াশ খুঁজছিলেন তাদের জন্যে এই লিখাটি উপকারে আসবে। লং টার্মে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তির জন্য শুরু থেকেই টিনেজারদের দের বেসিক স্কিন কেয়ারে অভ্যস্ত হতে হবে। পাশাপাশি স্কিন কেয়ার রুটিন মেইনটেইনও করতে হবে প্রপারলি।