মিনিমালিস্ট মেকআপ, নো মেকআপ লুক কিংবা ন্যাচারাল মেকআপ— সাজের জনপ্রিয় এই ট্রেন্ডে মেতেছে ফ্যাশন উইকের লাল গালিচা থেকে বিয়ের কনে। ত্বক ও মুখগড়নের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলাই এ সাজের লক্ষ্য। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখেছেন মারজান ইমু
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বললেন, দিনের সাজে ফাউন্ডেশনের বদলে সানস্ক্রিন দিয়েই বেইজ শুরু করুন। প্রথমে ময়েশ্চারাইজার দিয়ে কিছুক্ষণ পর সানস্ক্রিন লাগান। চাইলে সানস্ক্রিনের সঙ্গে বেবি ক্রিমও ব্যবহার করা যেতে পারে। সবশেষে লুজ পাউডার বা বেবি পাউডার দিয়ে বেইজ শেষ করুন।
চোখের সাজে শুধুই মাশকারা। শ্যাডো চাইলে বাদামি, চাপা সোনালির মতো গায়ের রংয়ের কাছাকাছি রং বাছুন। চোখের স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠবে। মেকআপ কিটে একই রংয়ের অনেক শেড থাকে। একেকজনের ত্বকে একেক রং মানায়। তাই কার ত্বকে কোনো রং মানাবে সেটা চট করে বলা মুশকিল। একটু নিরীক্ষা করলেই আপনার সঙ্গে সহজে মানিয়ে যায়—এমন আইশ্যাডো, ব্লাশন আর লিপস্টিকের শেডগুলো খুঁজে পাবেন। বিশেষ উপলক্ষ না থাকলে দিনের সাজেও লিপস্টিকে ন্যুড কালার রাখুন। এই সাজের সঙ্গে গয়না, পোশাক বা অন্যান্য অনুষঙ্গ কিছুটা কালারফুল হতে পারে
রাতের অনুষ্ঠান কিংবা পার্টি সাজেও সতেজ ও ন্যাচারাল লুক ফুটিয়ে তোলা সম্ভব। এ বিষয়ে রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা বলেন, ত্বকের রং থেকে এক বা দুই শেড গাঢ় ফাউন্ডেশন বেছে নিন। আর ফেস পাউডার হবে ত্বকের চেয়ে এক শেড উজ্জ্বল। তাহলে ফাউন্ডেশন আর ফেসপাউডার মিলে সঠিক ও ন্যাচারাল বেইজ পাবেন।
BUY NOW AT SKINCARE SHOP
দাগ-ছোপ বা ত্বকে অসামঞ্জস্যতা থাকলে আগে কনসিলার ব্যবহার করুন। এর ওপরে ফাউন্ডেশন আর ফেসপাউডার। ব্লাশনে বাদামি, ব্রোঞ্জ বা হালকা গোলাপি রং রাখুন। ব্লাশনের ব্লেন্ডিং যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখুন। আয়নায় যেন আলাদা করে ব্লাশন বোঝা না যায়। চোখের সাজে বাহুল্য বর্জনীয়। শুধু শ্যাডো আর মাশকারা দিয়েই চোখের সাজ শেষ করুন। অনুষ্ঠান-উপলক্ষ বুঝে কৃত্রিম আইল্যাশ থাকতে পারে। আইল্যাশে হালকা করে একবার মাশকারা লাগান। কয়েক পরত মাশকারা দিলে আইল্যাশ ঘন আর শক্ত হয়ে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। হালকা ছিমছাম সাজেও পোশাকের সঙ্গে মানানসই উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করতে পারেন। চাইলে দু-তিনটি রংয়ের লিপস্টিক পাশাপাশি লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে অমব্রে ইফেক্ট তৈরি করতে পারেন। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে লিপবাম লাগিয়ে রাখুন মিনিট পাঁচেক। তারপর টিস্যু দিয়ে হালকা করে চেপে বাড়তি লিপবাম মুছে লিপস্টিক লাগান। ঠোঁট শুষ্ক হবে না।
কথা হলো শোভন মেকওভার স্কিন স্টুডিওর শোভন সাহার সঙ্গে। তিনি বলেন, ন্যাচারাল মেকআপ বা নো মেকআপ লুকে মুখের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। বিশেষ লক্ষ রাখতে হবে, মেকআপের মুখোশে যেন স্নিগ্ধতা হারিয়ে না যায়। সাজের ক্ষেত্রে বেসিক কিছু ধাপ অনুসরণ করুন। চোখের চারপাশের কালো অংশ বা ত্বকের দাগ-ছোপ ঢাকতে কনসিলার ব্যবহার করা যেতে পারে। তবে পুরো মুখে নয়, শুধু প্রয়োজনীয় অংশে কনসিলার লাগান। আর পুরো মুখে টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি অথবা সিসি ক্রিম উপযুক্ত। এর ওপরে ফেস পাউডার বুলিয়ে বেইজ শেষ করুন। চোখের সাজে আইব্রোকে গুরুত্ব দিন। হালকা বাদামি পেনসিলে আইব্রো এঁকে ব্রাশ দিয়ে শেপ ঠিক করে নিন। চোখে থাকুক হালকা রংয়ের শিমারি আইশ্যাডোর ছোঁয়া। কপার, গোল্ড, গ্রে কিংবা পিঙ্কঘেঁষা রং থাকতে পারে চোখের পাতায়। শ্যাডোর বদলে সবুজ, নীল কিংবা বেগুনিসহ রঙিন আইপেনসিলের নিরীক্ষাও মন্দ হবে না। তবে চোখের সাজে মাশকারা মাস্ট। পুরো মুখশ্রী সজীব ও প্রাণবন্ত দেখাতে মাশকারার জুড়ি নেই।
হাসলে গালের যে অংশ ফুলে ওঠে সেখানে ব্লাশনের হালকা ছোঁয়া রাখুন। নাক, কপাল আর চিবুকেও ব্লাশন ব্রাশ বুলিয়ে নিন। সবশেষে হালকা রংয়ের লিপগ্লস বা লিপস্টিকে সাজিয়ে নিন ঠোঁট। লিপলাইনার এড়িয়ে যাওয়াই ভালো। আড্ডা, দাওয়াত থেকে বিশেষ উপলক্ষ—সবখানেই এই সাজ মানানসই। সাজ নয় বরং গয়না আর পোশাক দিয়েই অনুষ্ঠান-উপলক্ষ উদ্যাপন করুন। তবে মেকআপ যত অল্পই হোক রাতে ঘুমানোর আগে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে ফেলতে হবে।
স্নিগ্ধ সাজের জন্য ত্বক সুস্থ থাকা জরুরি বলে মনে করেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন। ত্বক ভালো থাকলে, ব্রন, দাগ-ছোপ বা রিংকেল না থাকলে হালকা সাজেই পাবেন মনমতো লুক। তাই সাজের পাশাপাশি খাদ্যতালিকায় যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন। তিনি জানালেন, সুষম খাবারেই মিলবে সতেজ ত্বক। খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি, সালাদ ও পানীয় রাখুন। সবুজ শাক-পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন ‘সি’-সমৃদ্ধ শাক ও টক ফল ত্বকের সতেজতা বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের বাদাম ও খেজুর রাখুন বিকেলের নাশতায়। ত্বক ও চুলের স্বাস্থ্য নিয়ে অযথা ভাবতে হবে না আর। তাজা ফল ও ফলের জুস দেহের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সহায়তা করে। পরিপাক প্রক্রিয়া গতিশীল রাখবে। প্রতিদিন এক গ্লাস দুধ ও সপ্তাহে চার দিন একটি করে ডিমে শারীরিক সুস্থতার পাশাপাশি ত্বক ও চুল পাবে প্রয়োজনীয় পুষ্টি। প্রতিদিন গোসল করতে হবে অবশ্যই। দিনের বেলা বাইরে বা রোদে থাকা হলে রাতেও একবার গোসল করে নিন। রাতে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিন। মেকআপ না করলে কিংবা বাইরে বের না হলেও ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান।
১০০% অথেনটিক বিউটি প্রডাক্টের বিশাল কালেকশন পাচ্ছেন স্কিনকেয়ার শপে । সবচেয়ে সুলভমূল্যে, দ্রুততম সময়ে ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন।
All Products Are Directly Imported from USA, UK, Canada, France, Germany, Italy and Korea Mainly.
আপনি খুব সহজেই SKINCARE SHOP-এর ওয়েইট অথবা পেইজে ইনবক্স এর মাধ্যমে অর্ডার করতে পারবেন।
ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুনঃ https://skincareshop.com.bd/
Hotline: +8801842040239, +8801742439382 (Call for Home Delivery)