খুশকি আমাদের চুলের প্রধান একটি সমস্যা । যতই কেয়ার করি না কেন , জেদি খুশকি কিছুতেই যেন যেতে চায় না । অনেকে সারাবছরই ভোগেন এই সমস্যা নিয়ে আবার অনেকে বছরের কিছুটা সময় ভোগেন। গরমের তীব্রতা দিন দিন বাড়বে, তখন খুশকি খুব ভালোমতোই ভোগাবে আপনাকে। মাথায় ঘাম জমবে আর মাথার স্ক্যাল্পে চুলকানি হবে… যা খুবই অসহ্যকর ব্যাপার। তাই আজ এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যেটা আপনার খুশকির সমস্যা থেকে অনেকখানি বাঁচাবে। আর সেটি হলো- দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।